জাভা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছাকাছি শরণার্থীবাহী একটি নৌকাডুবি হয়েছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে শরণার্থীর সংখ্যা ছিল আড়াইশ থেকে চারশ’র কাছাকাছি।
উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানান, ‘শক্তিশালী ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। ’
ধারনা করা হচ্ছে, নৌকাটি আফগানিস্তান, তুরস্ক এবং ইরানের শরণার্থী নিয়ে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল।
উদ্ধারকারী দলের অপর এক সদস্য ব্রায়ান গুয়াথির একটি বার্তা সংস্থাকে জানান, ‘শনিবার সন্ধ্যার দিকে নৌকাটি ডুবে যায়। নৌকার আরোহীদের খোঁজার জন্য উদ্ধার কার্যক্রম চলছে। তবে ঠিক করে কার্যক্রম চালানো যাচ্ছে না। কারণ আবহাওয়া বেশ বৈরী। ’
পুলিশ সূত্র জানায়, নৌকাটি তার ধারন ক্ষমতার চেয়েও দ্বিগুন যাত্রী বহন করছিলো।
শরণার্থীদের মধ্যে উদ্ধার পাওয়া আফগানিস্তানের ২৪ বছর বয়সী নাগরিক ইসমত আদিন বলেন, নৌকাটি হঠ্যাৎ করেই অনেক দুলতে থাকে। নৌকার সবার মাঝেই ভয় ছড়িয়ে পড়ে। যার কারণে সবাই ছোটাছুটি করতে থাকে। আর এ কারণেই নৌকাটি ডুবে গেছে। ’
তিনি আরও বলেন, নৌকাটিতে প্রায় ৪০ জনের বেশি শিশু ছিল।
প্রতিবছরই কয়েক হাজার শরণার্থী আশ্রয়ের আশায় বিভিন্ন বিপদসঙ্কুল উপায়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়।
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার মন্ত্রী জ্যাশন ক্লারি এই ঘটনাকে শোকাবহ ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনায় পড়া মানুষগুলোকে উদ্ধার করাকেই অগ্রাধিকার দিচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১