ইসলামাবাদ: টানা তিনমাস পর আবারও উন্মুক্ত হলো পাকিস্তান ইরান সীমান্ত। মাতুঙ দুর্ঘটনার পর এই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।
গত সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে বন্ধ ছিল পাকিস্তান-ইরান সীমান্ত।
পাকিস্তান নিরাপত্তা বাহিনীর মতে, পাকিস্তান এবং ইরানের মধ্যে সফল বৈঠকের পরই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এই সীমান্ত খুলে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগও আবারও শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১