মস্কো: রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অখোতস্ক সাগরে একটি রুশ তেলকূপের প্ল্যাটফর্ম ভেঙে পানিতে ঢুবে কমপক্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এখনও পর্যন্ত ৪৯ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ওই প্ল্যাটফর্মে ৬৭ জন মানুষ ছিল। ঝড়ো পরিবেশের মধ্যে সাখালিন দ্বীপ থেকে ১২০ কিলোমিটার গভীরে তেলকূপের প্ল্যাটফর্মটি ভেঙে ডুবে যায়। ১৪ জনকে উদ্ধরা করা সম্ভব হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ৪ জনের মরদেহ উদ্ধরা করা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১