ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার তেলকূপের রিগ ডুবে নিহত ৪, নিখোঁজ ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ডিসেম্বর ১৮, ২০১১
রাশিয়ার তেলকূপের রিগ ডুবে নিহত ৪, নিখোঁজ ৪৯

মস্কো: রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অখোতস্ক সাগরে একটি রুশ তেলকূপের প্ল্যাটফর্ম ভেঙে পানিতে ঢুবে কমপক্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এখনও পর্যন্ত ৪৯ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।



রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ওই প্ল্যাটফর্মে ৬৭ জন মানুষ ছিল। ঝড়ো পরিবেশের মধ্যে সাখালিন দ্বীপ থেকে ১২০ কিলোমিটার গভীরে তেলকূপের প্ল্যাটফর্মটি ভেঙে ডুবে যায়। ১৪ জনকে উদ্ধরা করা সম্ভব হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ৪ জনের মরদেহ উদ্ধরা করা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।