ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে দুইশ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, ডিসেম্বর ১৮, ২০১১
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে দুইশ জন নিহত

জাভা: ইন্দোনেশিয়ায় একটি শরণার্থীবাহী নৌকাডুবিতে দুইশ জন শরণার্থী নিহত হয়েছে। এছাড়াও অনেক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।



শরণার্থীদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান এবং ইরানের মানুষ। ইন্দোনেশিয়াকে যাত্রাপথ হিসেবে ব্যবহার করে তারা অস্ট্রেলিয়াতে পাড়ি জমাতে চেয়েছিল।
 
অস্ট্রেলিয়ার সরকার এই ঘটনাকে ইতোমধ্যেই ‘শোকাবহ ঘটনা’ বলে আখ্যায়িত করেছে। তবে বিভিন্ন সংস্থা বলছে, অস্ট্রেলিয়ার সরকার শুধুমাত্র এই বক্তব্যের মাধ্যমে তাদের দায়িত্ব এড়াতে পারে না।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, নৌকাটির ধারন ক্ষমতা ছিল মাত্র ১০০ জন। কিন্তু ধারন ক্ষমতার বাইরে দ্বিগুনেরও বেশি মানুষ নিয়ে যাত্রা করছিল নৌকাটি।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী দলের মুখপাত্র গাঘা প্রাকোসো একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমরা উদ্ধারকাজ পরিচালনা করতে আমাদের চারটি নৌকা এবং দুইটি কপ্টার পাঠিয়েছি। কিন্তু আমরা ভাসমান অবস্থায় আর কাউকে পাইনি। মনে হচ্ছে বাকীরা সবাই ডুবে গেছে। ’
 
শরণার্থীদের মধ্যে উদ্ধার হওয়া আফগান ছাত্র আরমাঘন হায়দার বলেন, ‘যখন নৌকা ডুবে যায় তখন আমি ঘুমাচ্ছিলাম। আমি সাতরে যাওয়ার চেষ্টা করি। নৌকাটিতে বিশ-ত্রিশটির মতো জীবন রক্ষাকারী জ্যাকেট ছিল। কিন্তু মানুষ ছিলাম আমরা অনেকে। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।