লন্ডন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ের জন্য দুঃসংবাদ। এখন থেকে তারা আর সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহার করতে পারবে না।
সামাজিক যোগায়োগের মাধ্যমগুলো ব্যবহার করেই ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কারিশমা দেখিয়েছেন ওবামা। অথচ এখন নিজের দুই মেয়ের জন্য এইসব ওয়েবসাইট ব্যবহার নিষিদ্ধ করছেন তিনি।
রোববার একটি ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই মেয়ে সাশা আর মালিয়ার ফেসবুক ব্যবহার বন্ধ করেছে দিয়েছেন তিনি।
যুক্তি হিসেবে তিনি বলেছেন, তার পারিবারিক জীবনের একান্ত ব্যক্তিগত তথ্যের বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করার কোনও মানে নেই। প্রেসেডেন্ট চান না তার পারিবারিক বিষয় কোনও অপরিচিত মানুষ জানুক।
প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ের বয়স এখন ১৩ বছর। ফেসবুক ব্যবহারের মতো যথেষ্ট বয়স তার হয়েছে। ছোট মেয়ে সাশার বয়স ১০ বছর। কিন্তু ওবামা বলছেন, এদের বয়স আরও চার বছর বেশি না হওয়া পর্যন্ত তিনি তাদের ফেসবুক ব্যবহার করতে দেওয়ার পক্ষপাতি নন।
মার্কিন ইতিহাসে বারাক ওবামাকে সোশ্যাল মিডিয়া প্রেসিডেন্ট বলা হয়। গত নির্বাচনে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে তিনি লাখ লাখ ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। বর্তমানে ফেসবুকে তার অনুসারী ২ কোটি ৪০ রাখ।
আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই সাইটগুলোই নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাতে সন্দেহ নেই।
ফেসবুকে নিজের পাতায় অনেক ছবির মধ্যে সাগরে দুই মেয়ের সঙ্গে সাঁতারের একটি ছবিও রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১