দিল্লি: স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর জাঙ্কফুড গ্রহণের প্রবণতা বেড়েই যাচ্ছে। এই ক্ষতিকর অভ্যাসের বিরুদ্ধে এবার প্রতিবাদে নেমেছে শিশুরাই।
জাঙ্কফুডের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ভারতের রাজধানী দিল্লিতে স্কুলগামী শিশুরা মানববন্ধন করতে যাচ্ছে।
রাজধানী দিল্লির ফাদার অ্যাগনেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী সোমবার এই মানববন্ধন রচনা করবে বলে জানিয়েছে।
এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বিদ্যালয়ে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন প্রতিরোধ করতে সরকারকে দেওয়া হাইকোর্টের একটি নির্দেশের প্রতি সংহতি জানাতেই এই আয়োজন করছে।
ভারতের স্কুলগুলোর ক্যান্টিনে কোমল পানীয় এবং শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত খাবার নিষিদ্ধ করার জন্য পদেক্ষপ নিতে কেন্দ্র সরকারের প্রতি সম্প্রতি হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন।
মানববন্ধন কর্মসূচির একজন উদ্যোক্তা সংবাদ মাধ্যমকে বলেন, সব ফাস্টফুডকেই নিষিদ্ধ করার জন্য দাবি জানানো তাদের উদ্দেশ্য নয়। তারা চান মানুষকে খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতন করতে। যাতে মানুষ চলতি প্রবণতাকে অন্ধভাবে অনুসরণ না করে কী খাচ্ছে সে ব্যাপারে সচেতন থাকে।
ধারণা করা হচ্ছে, মানববন্ধনে ফাদার অ্যাগনেল বিদ্যালয়ের প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশ নেবে। মানববন্ধনের স্লোগান ‘অস্বাস্থ্যকর খাবার আর নয়’।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানববন্ধনের পাশাপাশি শিক্ষার্থীরা একটি পোস্টকার্ড প্রতিযোগিতায় অংশ নেবে। এছাড়া পথনাটক, টি-শার্ট অঙ্কন এবং স্বাস্থ্যকর খাবারের রেসিপি ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হবে।
সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এনজিও কর্মীদের অংশ গ্রহণে একটি উন্মুক্ত বির্তকেরও আয়োজন করা হবে।
অস্বাস্থ্যকর খাবার গ্রহণে নিরুৎসাহিত করার জন্য ব্যবস্থা নিতে আগামী ২১ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে একটি শুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এই দিনে হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে শিক্ষার্থীরা তাদের পোস্টকার্ড তুলে দেবে বলে জানান একজন আয়োজক।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১