লন্ডন: নিজের বোকামির কারণে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় পদ হারালেন ব্রিটেন পার্লামেন্টের সদস্য আইডান বারলি।
একটি ভোজ সভায় একটু মজা করতে গিয়ে অশোভন আচরণ করে ফেলেছিলেন কনজারভেটিভ দলের ওই সংসদ সদস্য।
ব্রিটেনের মেইল পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি স্টাগ পার্টিতে (পুরুষদের ভোজসভা) বারলে নাৎসি এসএস অফিসারের পোষাক পরিহিত এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন।
তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষমা চেয়েছেন বারলি। যা ঘটেছে তার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত।
কিন্তু এর পরও তাকে তার সংসদীয় পদ থেকে প্রত্যাহার করার কথা নিশ্চিত করেছে তার দল। এ ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তদন্ত করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।
আইডান বারলি গত অক্টোবর মাসে পরিবহন সচিবের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হন।
ইহুদি মনোভাবাপন্ন পত্রিকা জিয়ুশ ক্রনিকলেও একটি চিঠি পাঠিয়ে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন বারলি।
তিনি বলেছেন, ‘যা কিছু ঘটেছে তা ছিল একটি ভুল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা আমার মোটেই উচিৎ ছিলনা। ’
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১