ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মজা করতে গিয়ে পদ হারালের ব্রিটিশ সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, ডিসেম্বর ১৮, ২০১১
মজা করতে গিয়ে পদ হারালের ব্রিটিশ সাংসদ

লন্ডন: নিজের বোকামির কারণে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় পদ হারালেন ব্রিটেন পার্লামেন্টের সদস্য আইডান বারলি।

একটি ভোজ সভায় একটু মজা করতে গিয়ে অশোভন আচরণ করে ফেলেছিলেন কনজারভেটিভ দলের ওই সংসদ সদস্য।

ভুলটা করেছেন সেই ছবি ফেসবুকে প্রকাশ করে। তাতেই কর্তৃপক্ষের চোখে পড়েছে। তারপর যা হবার তাই হয়েছে।

ব্রিটেনের মেইল পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি স্টাগ পার্টিতে (পুরুষদের ভোজসভা) বারলে নাৎসি এসএস অফিসারের পোষাক পরিহিত এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন।

তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষমা চেয়েছেন বারলি। যা ঘটেছে তার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত।

কিন্তু এর পরও তাকে তার সংসদীয় পদ থেকে প্রত্যাহার করার কথা নিশ্চিত করেছে তার দল। এ ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তদন্ত করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আইডান বারলি গত অক্টোবর মাসে পরিবহন সচিবের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হন।

ইহুদি মনোভাবাপন্ন পত্রিকা জিয়ুশ ক্রনিকলেও একটি চিঠি পাঠিয়ে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন বারলি।

তিনি বলেছেন, ‘যা কিছু ঘটেছে তা ছিল একটি ভুল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা আমার মোটেই উচিৎ ছিলনা। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।