প্রাগ: নব্বইয়ের দশকে তৎকালীন কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে বিখ্যাত ভেলভেট বিপ্লবের পর স্বাধীন চেক প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ভাকলাভ হাভেল মারা গেছেন।
রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই ব্যক্তিগত সচিব সাবিনা তানচেকোভা।
তিনি দীর্ঘ দিন শারীরিক দূর্বলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভিন্ন মতাবলম্বী নাট্যকার ভালভাক ১৯৯৩ সালে এক রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষে নেতৃত্ব দেন।
এর পর চেকোস্লোভাকিয়ার গণতন্ত্রের পথে পথ চলা এবং মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠার পেছনে প্রেসিডেন্ট হিসেবে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।
ভাকলাভ প্রথম আন্তর্জাতিক খ্যাতি পান ভিন্ন মতাবলম্বী নাট্যকার হিসেবে। ১৯৭০ এর দশকে মানবাধিবার সংগঠন চ্যাপ্টার-৭৭ এ যোগ দেওয়ার মাধ্যমে আলোচনা আসেন তিনি।
রাজধানী প্রাগের উত্তর-পূর্বে নিজ জন্মভূমিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় স্ত্রী দাগমারা তার পাশে ছিলেন।
সম্প্রতি তার স্বাস্থ্য খুব ভেঙে পড়েছিল। জনসমক্ষে প্রায় আসেতন না বললেই চলে। চলতি মাসে যখন তিনি তিব্বতের স্বাধীনতা আন্দোলনের নেতা দালাইলামার সঙ্গে সাক্ষাৎ করেন তখন একটি হুইলচেয়ারে বসা অবস্থায় তাকে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১