ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাক সেনা বাহিনীকে গণতন্ত্রমনা আখ্যা দিলেন গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ডিসেম্বর ১৮, ২০১১
পাক সেনা বাহিনীকে গণতন্ত্রমনা আখ্যা দিলেন গিলানি

ইসলামাবাদ: সরকারের সঙ্গে সেনাবাহিনী এবং বিচারবিভাগের কোনও ধরনের বিরোধের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকারের সঙ্গে সামরিক বাহিনী এবং বিচার বিভাগের কোনও বিরোধ নেই।

এছাড়া, সেনাবাহিনী এবং বিচার বিভাগ উভয়কে গণতন্ত্রকামী বলে উল্লেখ করেছেন তিনি।
 
সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের আশঙ্কায় সেনা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে ওয়াশিংটনে স্মারকলিপি দেওয়ার ঘটনার তদন্ত চেয়ে সেনা প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন।

এই ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে পিটিশন দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের নেতা নেওয়াজ শরিফ। নেওয়াজের এই পদক্ষেপকে সমর্থন করেছেন সেনা প্রধান কায়ানি।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পক্ষে দেওয়া এই স্মারকলিপির কথা ফাঁস করেন পাকিস্তানী বংশোদ্ভুত ব্যবসায়ী মনসুর ইজাজ। এর পরপরই যুক্তরাষ্ট্রে নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূত হোসেইন হক্কানিকে পদত্যাগ করতে হয়।

গত ২ মে অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানে সেনা অভ্যূত্থানের আশঙ্কা করেন। এই আশঙ্কা থেকেই মার্কিন সাহায্য কামনা করেন তিনি।

এদিকে গত ৬ ডিসেম্বর চিকিৎসা নিতে প্রেসিডেন্ট জারদারির হঠাৎ দুবাই গমনের পর পাকিস্তানে সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।