ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কংগ্রেস মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মায়াবতী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ডিসেম্বর ১৮, ২০১১
কংগ্রেস মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মায়াবতী

লক্ষ্ণৌ: ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিযোগ দেশটির সবচে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর।



তিনি বলেন, কংগ্রেস মুসলিম জনগোষ্ঠির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়া কেন্দ্রে ক্ষমতাসীন থাকা সত্ত্বেও বিভিন্ন সময় সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করতেও ব্যর্থ হয়েছে কংগ্রেস।

রোববার ‘মুসলিম, ক্ষত্রিয় এবং বৈশ্য মহাসম্মেলন’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মায়াবতী।

ভারতের মুসলমানরা কংগ্রেসকে তাদের প্রতি সহানুভুতিশীল দল বলে মনে করলেও কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘কংগ্রেস শুধু আশ্বাসই দিয়ে গেছে। কিন্তু সান্তনার বাণী দেওয়া ছাড়া তারা মুসলিমদের জন্য আর কিছুই করেনি। ’

সাচা রিপোর্টেই মুসলমানদের দুর্দশার চিত্র প্রতিফলিত হয়েছে উল্লেখ করে মায়াবতী বলেন, ‘ভারতজুড়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দাঙ্গা সংঘটিত হয়েছে। এ সব ঘটনা মুসলমানদের মনে গভীর প্রভাব ফেলেছে। ’

তার দাবি, কংগ্রেস শাসনামলেই মুসলিমরা আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হত।

কংগ্রেসকে বিজেপির প্রতি নরম ভাবাপন্ন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক দল যেমন, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বজরং দল সারা ভারতে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। ’

এছাড়া মায়াবতী কংগ্রেস শাসনামলে বাবরি মসজিদ ভাঙার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘১৯৯২ সালের ৬ ডিসেম্বরের এই ঘটনার যতই নিন্দা জানানো হোক, ঘটনার ভয়বহতায় তা কখনই যথেষ্ট হবে না। ’

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।