ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা গেছেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, ডিসেম্বর ১৯, ২০১১
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা গেছেন

ঢাকা: বিতর্কিত উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা কিম জং ইল ৬৯ বছরে বয়সে মারা গেছেন।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর সম্প্রচার করা হয়েছে।

এই মৃতু্তে দেশটিতে ১৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, তার মৃত্যুর মধ্য দিয়ে পরমাণু ‍অস্ত্রধারী এই ‍অনুন্নত দেশটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

কালো পোশাক পরিহিত টেলিভিশনের উপস্থাপক জানান, অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার তিনি মারা যান। তবে মৃত্যুর খবরটি জানানো হয় দুইদিন পর।

সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অত্যধিক শারীরিক ও মানসিক চাপে কিম জং ইলের মৃত্যু হয়েছে। এসময় তিনি ট্রেনে র্নির্ধারিত মাঠ পর্যায়ের সফর করছিলেন। ’

রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং ইলের মৃত্যুর খবর অত্যন্ত করুণ সুরে সম্প্রচার করা হয়। তার মৃত্যতে উত্তর কোরিয়া জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৪ সালে পিতা কিম ইল-সুংয়ের মৃত্যুর পর অনুন্নত কমিউনিস্ট দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। ২০০৮ সালে তিনি একবার পক্ষাঘাতগ্রস্ত (স্ট্রোক) হন এবং এরপর বেশ কয়েক মাস জনসমক্ষে আসেননি।

দীর্ঘদিন ধরেই কিম জং ইলের উত্তরসূরী ভাবা হচ্ছে তার তৃতীয় সন্তান কিম জন-উনকে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।