ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আকস্মিকভাবে সোমবার সকালে দেশে ফিরেছেন।
চলতি মাসের শুরুতেই চিকিৎসা নিতে দুবাই গেলে সর্বত্র ছড়িয়ে পড়ে যে, আসিফ আলী জারদারি পাকিস্তানের ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
রোববার দিবাগত রাত (সোমবার ভোর) করাচির বিমান বাহিনীর মসরুর ঘাঁটিতে জারদারিকে বহনকারী প্লেনটি অবতরণ করে। সেখান থেকে তার করাচির বাসভবন বিলাওয়াল হাউসে তিনি ওঠেন।
রোববার বিকেল নাগাদ জারদারির পাকিস্তানে ফেরা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কারণ সহযোগীরা কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
সূত্র জানায়, দুবাই থেকে পাকিস্তানি সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় জারদারি প্লেনে ওঠেন। সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে আসিফা জারদারি, নিরাপত্তারক্ষী ও তার চিকিৎসক। মসরুর ঘাঁটিতে অবতরণকালে তাকে পিপিপির নেতারা স্বাগত জানান।
জারদারির একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, প্রেসিডেন্ট এখন সুস্থ বোধ করছেন। তাকে করাচিতে বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হবে। তবে ইসলামাবাদে যাওয়ার আগে দলীয় সভায় তিনি থাকবেন।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১