রামাল্লা: ইসরায়েল পাঁচশ পঁঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। বন্দী বিনিময়ের দ্বিতীয় দফায় রোববার ইসলায়েলি কর্তৃপক্ষ এই বন্দী মুক্তি দেয়।
পশ্চিম তীরের রামাল্লা শহর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত দশটার সময় ইসরায়েল ওই বন্দীদের মুক্তি দেয়। এসময় বন্দীদের আত্মীয় স্বজন জড়ো হয়ে আভিনন্দন জানাচ্ছিল বন্দীদের।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমের চিত্রগ্রাহক জানায়, গাজা থেকে ৪১ জনের একটি দল ফিলিস্তিনে প্রবেশ করে।
ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানায়, পাঁচশ পঁঞ্চাশ জন বন্দীর মধ্যে ছয়জন নারী এবং ৫৫ জন সতেরো বছরের নিচে।
এদিকে জাতিসংঘ এই বন্দী মুক্তিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১