সিউল: উত্তর কোরীয় প্রয়াত নেতা কিম জং ইলের পুত্র কিম জং উনকে ‘যোগ্য উত্তরসূরী’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বিতর্কিত এই কমিউনিস্ট নেতা কিম জং ইল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
দেশটির রাষ্ট্রায়াত্ব বার্তা সংস্থা জানায়, ‘বাবা কিম জং ইলের যোগ্য উত্তরসূরী হিসেবে কিম জং উন স্থলাভিষিক্ত হয়েছেন। দলীয় কার্যালয়ের বাইরে ভ্যানের উপর দাড়িয়ে তিনি বিপ্লবী জনতা এবং সেনাবাহিনীর অভিভাদন গ্রহন করেছেন। ’
প্রয়াত উত্তর কোরীয় নেতা কিম সুয়ের মৃত্যুর পর ১৯৯৪ সাল থেকে সফল ভাবেই দলীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন কিম জং ইল। এখন তার মৃত্যুর পর সেই দায়িত্ব পালন করবেন তারই তৃতীয় সন্তান কিম জং উন।
কিম জং উনের ইতোমধ্যেই প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১০ সালের সেপ্টেম্বরে দলীয় পদে এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন তিনি।
বার্তা সংস্থাটির ইংরেজি রিপোর্টে আরও বলা হয়, ‘দলের সকল সদস্য, সরকারি কর্মচারী-কর্মকর্তাদের অবশ্যই কিম জং উনের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে। উত্তর কোরিয়ার নিশ্চিত ভবিষ্যত নির্মানে জনগণের পাশাপাশি সেনাবাহিনীকেও তার নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১