দামেস্ক: সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলমান দমনপীড়ন বন্ধ করতে আরবলীগের নেওয়া উদ্যোগে অবশেষে সম্মত হয়েছে সিরিয়া। দেশটির গণতন্ত্রকামীদের ওপর সরকারি বাহিনীর অব্যাহত দমন পীড়ন বন্ধ এবং বিরোধী রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য আরবলীগের প্রস্তাবিত শান্তিচুক্তিতে দামেস্ক রাজি হয়েছে বলে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো খবর প্রকাশ করে।
এই চুক্তি অনুযায়ী সিরিয়া তার দেশের অভ্যন্তরে এখন থেকে আরবলীগের পর্যবেক্ষক দলকে যেতে দিবে।
সোমবার মিশরের রাজধানী কায়রোতে আরবলীগ হেডকোয়ার্টারে উভয়পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্ই হয়। চুক্তিতে সিরিয়ার পক্ষে সই করেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মাকদাদ এবং আরবলীগের পক্ষে সই করেন সংস্থার সহকারী মহাসচিব আহমেদ বেন হেল্লি।
সিরিয়ার সার্বভৌমত্বর ওপর কোন ধরনের হস্তক্ষেপ করা হবেনা শুধুমাত্র এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সিরিয়া চুক্তি সইয়ে সম্মত হয়েছে বলে জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালেদ মুয়াল্লেম।
সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই চুক্তির ব্যাপারে সিরিয়ার অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে চুক্তির মেয়াদ এক মাস হলেও পরবর্তীতে এর মেয়াদ উভয়পক্ষের সম্মতি সাপেক্ষে বাড়ানো যাবে।
এই চুক্তি সইয়ের মাধ্যমে আরবলীগের সঙ্গে সিরিয়ার পারস্পরিক সহযোগিতা আবারও শুরু হল উল্লেখ করে তিনি বলেন এখন থেকে আরবলীগের পর্যবেক্ষক মিশনকে সিরিয়ায় স্বাগত জানানো হবে। এছাড়া এই চুক্তির ধারাগুলোতে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২১১৩ঘণ্টা,ডিসেম্বর ১৯, ২০১১