দুবাই: পৃথিবীর অন্যতম ধনী এবং সৌদি আরবের শাহজাদা ওয়ালিদ বিন তালাল তথ্য প্রযুক্তির সামাজিক সাইট টুইটারে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলেন। সৌদি প্রিন্সের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং সোমবার এ ঘোষণা দেয়।
এই পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত কোম্পানিটির মোট মূল্যের প্রায় তিন শতাংশের সমপরিমাণ। গত আগস্ট মাসে কোম্পানিটির মূল্য বেড়ে গিয়ে প্রায় আট বিলিয়ন ডলারে যায়।
বর্তমানে প্রায় ১০০মিলিয়ন মানুষ সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করেন । টুইটারে এর আগে গত গ্রীষ্মেও প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়। রাশিয়ান ধনকুবের ইউরি মিনে’র নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএসটি গ্লোবাল এই বিনিয়োগ করে।
টুইটারের শেয়ার কেনার পর এক বিবৃতিতে প্রিন্স তালাল বলেন, এই ক্রয় বৈশ্বিকভাবে প্রভাব বিস্তারকারী সম্ভাবনাময় এবং উচ্চ প্রবৃদ্ধি শীল খাতে বিনিয়োগ করার কৌশলের একটি অংশ’।
বিশ্বব্যাপী অর্থনৈতিক বাজারে মন্দাভাব দেখা গেলেও বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে।
টুইটারে বিনিয়োগের খবর প্রকাশের পর প্রিন্স ওয়ালিদের মালিকানাধীন কিংডম হোল্ডিংয়ের শেয়ারের দাম রিয়াদের শেয়ার বাজারে ছয় শতাংশ বেড়ে গেছে।
প্রিন্স ওয়ালিদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান যেমন সিটি গ্রুপ, জেনারেল মোটরস এবং অ্যাপল প্রভৃতি কোম্পানিরও অন্যতম শেয়ার হোল্ডার। তিনি সৌদি আরবের বর্তমান রাজা আবদুল্লাহর ভাতিজা।
আরব বিশ্বের সবচেয়ে ধনবান ব্যক্তি হিসেবে বিবেচিত প্রিন্স ওয়ালিদের সম্পদের পরিমান প্রায় ২১ বিলিয়ন ডলার বলে ধারনা করা হয়।
বাংলাদেশ সময় ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১