ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নতুন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, নভেম্বর ৩০, ২০১৯
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নতুন ড্রোন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোন যুক্ত হলো ইরানের নৌবাহিনীতে।

শনিবার (৩০ নভেম্বর) দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হুসাইন খানযাদি এক অনুষ্ঠানে নতুন এ ড্রোন উন্মোচন করেন। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

প্যালিকান-২ নামের এ ড্রোনটি নৌবহর থেকে সহজেই টহল ও পাহারা দেওয়ার উপযোগী। চারটি মোটর ও একটি প্রপেলারে তৈরি এ ড্রোনটি প্রয়োজনে সহজেই পানিতে অবতরণ ও ভাসার যোগ্য করে তৈরি করা হয়েছে।

ইরানি নৌবাহিনী তাদের আন্তর্জাতিক সমুদ্রসীমায় নতুন এ ড্রোন মোতায়েন করবে।

এছাড়া একই অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য নতুন ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (আইএনএস) এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার উপযোগী জাস্ক-২ সিস্টেমের প্রদর্শন করা হয়।

সাবমেরিন চলাচলে নির্দেশনার জন্য সাধারণ জিপিএস সিস্টেম যেখানে কাজ করে না, নতুন উদ্ভাবিত আইএনএস সেখানে সাবমেরিনকে চলাচলে নির্দেশনা দেবে।

অন্যদিকে জাস্ক-২ সিস্টেম সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র, টর্পেডো ছোড়ার পাশাপাশি সাবমেরিনে অগ্নিনিয়ন্ত্রণে কাজ করবে।

এর আগে ইরানি নৌপ্রধান জানিয়েছিলেন, তারা তাদের নৌবাহিনীর ক্ষমতা বাড়াতে যাচ্ছেন।

এর অংশ হিসেবেই নৌবাহিনীর উপযোগী নতুন এসব প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।