ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হায়দ্রাবাদে তরুণীকে গণধর্ষণ ও পুড়িয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
হায়দ্রাবাদে তরুণীকে গণধর্ষণ ও পুড়িয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ পুলিশ স্টেশনে বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে ২৭ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ ও হত্যার বিচার চেয়ে প্রতিবাদ করেছেন কয়েকশ' মানুষ।

রোববার (০১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত বুধবার (২৭ নভেম্বর) রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় ২৭ বছর বয়সী তরুণী এক পশু চিকিৎসককে অপহরণ করে গণধর্ষণ করে চার ব্যক্তি।

পরে ওই তরুণীকে হত্যা করে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে শাদনগরে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এক ট্রাকচালক ও তার সহকারীসহ অভিযুক্ত চার ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। শনিবার (৩০ নভেম্বর) হায়দ্রাবাদ শহরতলীর শাদনগর পুলিশ স্টেশনের সামনে মোমবাতি মিছিল করে বিক্ষোভ করেন কয়েকশ' মানুষ। এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড দাবি করেন। এর আগে থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এছাড়া, এ ঘটনায় তেলেঙ্গানা পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কমিশনার।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।