ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে নিহতের সংখ্যা ১০০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, ডিসেম্বর ২০, ২০১১
ফিলিপাইনে নিহতের সংখ্যা ১০০০

ম্যানিলা: ফিলিপাইনে মৌসুমী ঝড় ও জলোচ্ছ্বাসে এক  হাজার মানুষ মারা গেছে বলে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।
 
মঙ্গলবার সংস্থাটি থেকে ঘোষণা করা হয়, গত সপ্তাহের ঝড় ও জলোচ্ছ্বাসে নিহত হয়েছে ৯৫৭ জন মানুষ, নিখোঁজ রয়েছে ৪৯ জন।



এর আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, এই দুর্যোগে সাড়ে ছয় শ মানুষের প্রাণহানি হয়েছে।
 
গত ১৭ ডিসেম্বর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে মৌসুমী ঝড় ওয়াসি আঘাত হানে। মিন্দানাওয়ের ইলিগান বন্দর এবং এর নিকটবর্তী ক্যাগান ডি ওরো এলাকা জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো ওই দুই শহর পরিদর্শন করেছেন।
 
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ঝড় ও জলোচ্ছ্বাসে অন্তত সাড়ে তিন লাখ মানুষ দুর্গত হয়ে পড়েছে।  

নিহতদের মধ্যে যাদের পরিচয় মেলেনি তাদের গণকবর দেওয়া হয়েছে।
 
ইলিগানের কর্তৃপক্ষ জানায়, সোমবার বেওয়ারিশ মৃতদেহগুলো গণকবর দেওয়া হয়েছে।   কারণ পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মৃতদেহগুলোতে ইতোমধ্যেই পচন ধরেছে। গণকবরে শায়িতদের ভবিষ্যতে সনাক্ত করার রাস্তা খোলা রাখতে প্রয়োজনীয় চিহ্ন সংরক্ষন কর‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।