টোকিও: উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা যাওয়ার পর দেশটিকে শান্তির পথে আসার জন্য আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, উত্তর কোরিয়ার জনগণকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে।
উত্তর কোরীয় এই নেতা গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
কিম জং ইলের মৃত্যুর পর এই কমিউনিস্ট দেশটির পাশ্বর্বর্তী দেশগুলোকে নিয়ে জরুরি এক বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আঞ্চলিক সহায়তা বৃদ্ধিরও আশ্বাস দিয়েছেন।
কিম জং ইলের মৃত্যুর পর তার যোগ্য উত্তরসূরী হিসেবে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন তার তৃতীয় সন্তান কিম জং উন।
তবে বিশ্লেষকরা ধারণা করছেন, উত্তর কোরিয়ার এই ক্ষমতার পরিবর্তন পারমানবিক অস্ত্র সমৃদ্ধ এই দেশটিকে অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাবে।
হিলারি ক্লিনটন বিবৃতিতে আরও বলেন, আমরা আশা করছি যে উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি নিজ দেশের মানুষের অধিকার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১