ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদন পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ অনুমোদন পার্লামেন্টে

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির পদত্যাগ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

রোববার (০১ ডিসেম্বর) এক বিশেষ অধিবেশনে মিলিত হয়ে এ অনুমোদন দেন পার্লামেন্ট সদস্যরা।

৩২৯ সদস্যের মধ্যে ২৪১ সদস্য এ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করেন বলে তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইরাকে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগে ২৯ নভেম্বর (শুক্রবার) রাষ্ট্রীয় টেলিভিশনে এক লিখিত বার্তার মাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

পরে ৩০ নভেম্বর (শনিবার) মন্ত্রীসভার এক জরুরি বৈঠকের পর পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন তিনি।  

অক্টোবরের শুরু থেকেই উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা ও দুর্নীতির অবসানের দাবিতে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়।  

ইরাকের হাইকমিশন ফর হিউম্যান রাইটসের মতে, বিক্ষোভে এ পর্যন্ত চারশ’র বেশি ইরাকি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।