বাগদাদ: ইরাকী ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে দেশটির সুন্নি ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানানো হয়েছে।
এর আগে হাশেমির দেহরক্ষীদেরও সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে গ্রেফতার করা হয়েছিল।
ইরাকের বেশিরভাগ সুন্নি আরব কমিউনিটির প্রতিনিধিত্ব করে আল ইরাকিয়া সংসদ ব্লক। এই ব্লক ইতোমধ্যেই সংসদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। শিয়া প্রধানমন্ত্রী নুরি মালিকি ক্ষমতা কুক্ষিগত করছে এমন অভিযোগ এনে তারা সংসদ ত্যাগ করে। তারিক আল হাশেমি ছিলেন নুরি মালিকির কট্টর সমালোচনাকারীদের অন্যতম।
পরিচয় দানে অনিচ্ছুক অভিযুক্ত এক ব্যক্তি বলেন, আমি নিজে হাশেমিকে তিন হাজার ডলার দিয়েছি। তবে হাশেমি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল কামাল হোসেইন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনের চার নম্বর ধারা অনুয়ায়ী হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই পরোয়ানায় সাক্ষর করেছেন পাঁচ জন বিচারক। ’
হাশেমির দেশত্যাগের উপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘরিই তাকে গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১