ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবানরা আমাদের শত্রু নয়: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, ডিসেম্বর ২০, ২০১১
তালেবানরা আমাদের শত্রু নয়: জো বাইডেন

ওয়াশিংটন: তালেবানরা যুক্তরাষ্ট্রের শত্রু  নয় বলে মন্ত্রব্য করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওবামা প্রশাসন।

নাইন ইলেভেনের আগে এই তালেবানরাই আফগানিস্তান শাসন করতেন।
 
যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘দেখুন, প্রতিটি তালেবানই আমাদের শত্রু  নয়। তালেবানরা বর্তমান সরকারকে ভেঙ্গে দিতে পারে। আমরা যে খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করছি তারা যদি তাদের রক্ষা করতে যায় তখনই তারা আমাদের শত্রু  হতে পারে। ’

তিনি আরও বলেন, ‘এমন কোনো বিবৃতি পাওয়া যাবে না যে মার্কিন প্রেসিডেন্ট কখনও বলেছেন যে তালেবানরা আমদের শত্রু । আমরা আল কায়েদার ওপর চাপ অব্যাহত রেখেছি তাদের ধ্বংস করে দেওয়ার জন্য। সরকারকে এমন একটা অবস্থানে রাখতে চাই যেখানে তারা তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারে। ’

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন হোয়াইট হাউস তথ্য সচিব জে কারণে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।