মেক্সিকো সিটি: মাদককেন্দ্রিক সন্ত্রাস নিয়ন্ত্রনে ব্যর্থতার অভিযোগে অবশেষে একটি শহরের পুরো পুলিশ বিভাগকেই বরখাস্ত করেছে মেক্সিকান কর্তৃপক্ষ। মাদকচক্র ও এর সঙ্গে জড়িত দুর্নীতিবাজ পুলিশদের গোপন বোঝাপড়াকে ভেঙ্গে দিয়ে মেক্সিকোর চলমান মাদক কেন্দ্রিক সমস্যার মূল উৎপাটন করতে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অনুয়ায়ী মেক্সিকোর মাদককেন্দ্রিক কার্যকলাপের অন্যতম পীঠস্থান অন্যতম প্রধান বন্দর নগরী ভেরাক্রজ-বোকা ডেল রিও শহরের প্রায় ৯ শত পুলিশ অফিসার চাকরি হারালো।
তাদের পরিবর্তে এখন থেকে মেক্সিকোর নৌবাহিনী শহরটির আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করবে।
কিছুদিন আগে শহরের প্রানকেন্দ্র থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধারের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করল। তিন মাস আগে নগরীর একটি জনবহুল রাস্তায় দিনে দুপুরে ৩৫ টি মৃতদেহ ফেলে যায় সন্ত্রাসীরা। তাদেরকে অন্য কোথাও হত্যা করে আতংক ছড়ানোর জন্যই সেখানে ফেলা হয় বলে কর্তৃপক্ষ ধারনা করে।
স্থানীয় পুলিশ বিভাগের ভবনগুলো নিয়ন্ত্রনে নিয়ে মেক্সিকোর নৌবাহিনী ফেডারেল পুলিশের সঙ্গে যৌথভাবে শহরের রাস্তাগুলোতে টহল দিতে শুরু করেছে।
এ প্রসঙ্গে ভেরাক্রজ রাজ্যের গভর্নর জেভিয়ার ডুয়ার্টে বলেন, মেক্সিকোর পুলিশ বিভাগ পুনর্গঠণে কর্তৃপক্ষের চলমান সংস্কারের কর্মসুচির অংশ হিসেবে পুলিশ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে বিশ্বস্ততা এবং সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে অব্যাহতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা পুনরায় বাহিনীতে যোগ দিতে পারবে বলে জানান তিনি। নৌবাহিনী কতদিন ধরে শহরের পুলিশী দায়িত্ব পালন করবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
অভিজাত আবাসিক নিবাস সমৃদ্ধ ৬ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত এই শহরটি মেক্সিকোর জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত।
লাভজনক মাদক বানিজ্য নিয়ে মেক্সিকোর প্রধান দুটি ক্ষমতাশালী মাদক চক্র জেটাস এবং গালফ কার্টেলের মধ্যকার ক্ষমতা ও প্রভাব বিস্তারের লড়াই শহরের সহিংসতার মূল কারণ বলে জানায় কর্তৃপক্ষ।
অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তিশালী মাদক গ্রুপ গুলোর সঙ্গে স্থানীয় পুলিশ অনেক সময়ই পেরে ওঠেনা। পুলিশ বিভাগে অপরাধীদের চরদের অনুপ্রবেশের প্রেক্ষিতে মেক্সিকোর সশস্ত্র বাহিনী দেশের সহিংসতাপ্রবণ অনেক শহর এবং এলাকার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে।
মাদককেন্দ্রিক সন্ত্রাস দমনের জন্য সশস্ত্রবাহিনী ব্যবহারের সঙ্গে সঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন দেশের পুলিশ এবং বিচার বিভাগের সংস্কারের ওপর জোর দিচ্ছেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
মেক্সিকোর চলমান মাদককেন্দ্রিক সহিংসতায় ২০০৬ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১