কারাকাস: স্তন ক্যান্সারে ভুগে মারা গেছেন সাবেক মিস ভেনেজুয়েলা ইভা একভাল। দীর্ঘদিন ধরেই তিনি স্তন ক্যান্সারে ভুগছিলেন।
হিউস্টনের একটি হাসপাতালে শনিবার ইভা মারা গিয়েছেন বলে তার পরিবারে পক্ষ থেকে জানানো হয়।
২০০০ সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি মিস ভেনেজুয়েলা নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি টেলিভিশনে মডেল এবং সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিনি শুধু টেলিভিশনের মধ্যেই আটকে রাখেননি তার জীবন। এর বাইরে তিনি ‘আউট অব ফোকাস’ নামে একটি বই লিখেছেন। ওই বইয়ে তিনি তার জীবনের ক্যান্সার নিয়ে লড়াই এবং বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
গত বছর একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার বইয়ের মাধ্যমে আমি ক্যান্সারে আক্রান্ত রোগিদের কাছে বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করেছি। ক্যান্সার নিরাময়ে তাদের উন্নত চিকিৎসা দরকার। ’
তিনি আরও বলেন, ‘আমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমার নিজের ছবি দেখতে আমার একটুও ভালো লাগে না। কিন্তু ঘটনাটা কি জানেন? কেউ বলে না যে ক্যান্সার ভালো হয়ে যাবে অথবা আমি আবারও মিস ভেনেজুয়েলা হয়ে উঠতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১