ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ঝটিকা সফরে ডেভিড ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, ডিসেম্বর ২০, ২০১১
আফগানিস্তানে ঝটিকা সফরে ডেভিড ক্যামেরন

কাবুল: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক অঘোষিত সফরে মঙ্গলবার আফগানিস্তান এসেছেন। আফগান যুদ্ধে তালেবানদের বিরুদ্ধে লড়াইরত ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেশটিতে মোতায়েন ব্রিটিশ সেনা পরিদর্শনে তিনি এই অনির্ধারিত সফরে আসেন।



তবে খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের প্রধান ঘাটি ক্যাম্প বেশনে তার পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। তার বদলে তিনি কান্দাহারে অবস্থিত ন্যাটো ঘাটি পরিদর্শন করেন।

সেখানে তিনি ব্রিটিশ টর্নেডো জেট ফাইটার পাইলটদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমানে আফগানিস্তানে প্রায় ৯৫০০ জন ব্রিটিশ সেনা নিয়োজিত আছে ।

ব্র্রিটিশ সামরিক বাহিনীর দায়-দায়িত্ব সমন্ধীয় একটি নতুন সংসদীয়  কমিটি তৈরির ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে আফগানিস্তানে ক্যামেরনের এই সফর।

নতুন বছরে ক্যামেরন এই কমিটির বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।

কান্দাহারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এই কমিটি ব্রিটিশ সেনাদের কল্যাণে কাজ করবে। এছাড়া আগামী ২০১৪ সালের মধ্যেই আফগানিস্তানে লড়াইয়ের ভূমিকা ব্রিটিশ সেনাদের সরিয়ে আনা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।