ঢাকা: পৃথিবীর মতো আরও দুটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যের মতোই একটি তারকার চারপাশে গ্রহ দুটি ঘূর্ণায়মাণ, তবে সেগুলো সৌরজগতের বাইরে।
গ্রহ দুটির একটি পৃথিবীর চেয়ে তিনগুণ বড় ও আরেকটি ১৩ শতাংশ ছোট। ছোটটি শুক্র গ্রহের চেয়ে খানিক সরু। ব্রিটিনের বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে মঙ্গলবার এসংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহ দু্টি শিলা দিয়ে গঠিত। তবে তারকা কেপলার-২০-এর খুব ধার ঘেঁষে সেগুলো আবর্তিত হয়। স্বাভাবিকের চেয়ে সেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি।
বড় গ্রহটির নাম কেপলার-২০এফ, ১৯ দশমিক ৫ দিনে বছর পূর্ণ হয়। এর বায়ুস্তরে ঘন বাষ্পীভূত পানি থাকতে পারে। এছাড়া ছোট গ্রহ কেপলার-২০ই-এর বছর শেষ হয় মাত্র ছয় দশমিক ১ দিনে।
গ্রহ দুটির আবিষ্কার প্রযুক্তির কৃতিত্ব বলে বিজ্ঞানীরা স্বীকার করেছেন। পৃথিবী থেকে এগুলোর দূরত্ব প্রায় এক হাজার আলোকবর্ষ দূরে।
নতুন এই গ্রহ দুটি আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন হার্ভার্ড-স্মিদসোনিয়ান সেন্টারের ফ্রাসোঁয়া ফ্রেসিঁ। এই সেন্টারে জ্যোতি-পদার্থবিদ্যা পড়নো হয়। এতে মার্কিন মহাকাশ সংস্থা নাসার কেপলার টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে পৃথিবী-সদৃশ একটি গ্রহের সন্ধান পান। গ্রহটি মানুষের বসবাসের উপযোগী বলেও তাদের ধারণা।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১