হংকং: বার্ড ফ্লুর কারণে গত এক সপ্তাহে হংকংয়ে প্রায় ১৭ হাজার মুরগি মারা যাওয়ায় দেশটির সরকার সতর্কতা জারি করেছে।
আগামী ৩ সপ্তাহ বাজারে মুরগি বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বুধবার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দুটি পাখিও এ ভাইরাসে মারা গেছে বলে নিশ্চিত করা হয়।
সরকার বলছে, বার্ড ফ্লুতে নিহত মুরগিগুলো স্থানীয় একটি খামার থেকে আনা হয়।
বার্ড ফ্লু সতর্কতা সম্পর্কে দেশটির খাদ্য ও স্বাস্থ্য সচিব ইউর্ক চৌ বলেছেন, আমি জানি এতে মানুষের সাময়িক অসুবিধা এবং পল্ট্রি শিল্পে ভয়ঙ্কর ক্ষতি হবে। তারপরও জনস্বাস্থ্য রক্ষায় বার্ড ফ্লু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এ সতর্কতা অবলম্বন করতে হয়েছে।
১৯৯৭ সালে হংকংয়ে সর্বপ্রথম বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু ঘটে।
২০০৩ সালে বার্ড ফ্লু প্রথম বড় আকারে দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ৫৬৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩৩১ জন।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১