ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফোর্বসের অসাধারণ ৩০ তরুণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, ডিসেম্বর ২১, ২০১১
ফোর্বসের  অসাধারণ ৩০ তরুণ

ঢাকা: ফোর্বস সাময়িকী এবার আগামীর সম্ভাবনাময় সেরা ৩০ তরুণের তালিকা প্রকাশ করেছে। সাময়িকীটির মতে, ৩০ বছরের কম বয়সী এই তরুণেরাই আগামী বিশ্বের রূপকল্প গড়ছে।



১২ বিভিন্ন বৈচিত্রময় ক্ষেত্র থেকে এই ৩০ জন তরুণকে নির্বাচন করা হয়েছে। ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, জ্বালানি, অর্থ, গণমাধ্যম, আইন, বিনোদন, বিজ্ঞান, ডিজাইন এবং প্রযুক্তি।

এইসব ক্ষেত্রে ব্যতিক্রমী এবং অসাধারণ কিছু করেছে এমন ১২টি প্রতিষ্ঠান এবং ৩০ জন তরুণকে নির্বাচন করা হয়েছে। অন্য একটি যোগ্যতা একেবারে প্রাকৃতিক; বয়স ৩০ বছরের নিচে।

ফোর্বস কর্তৃপক্ষ জানায়, জরিপ শুরুর পর প্রাথমিকভাবে অনেক তরুণই তাদের তালিকায় এসেছিল। বিশেষ করে বিনোদন এবং সঙ্গীত ক্ষেত্রে তরুণদের অংশ গ্রহণ এবং অবদান সবচে উল্লেখ করার মতো।

বিনোদনে অভিনেতা জোনাহ হিল এবং এনবিএ সুপারস্টার লেব্রোন জেমসের সঙ্গে অ্যাডেলে এবং লেডি গাগার নাম এসেছে। এবং অপ্রত্যাশিতভাবে সময়ের টিন ক্রেজ জাস্টিন বিবার (১৭) ও বাদ পড়েনি।

অন্যদের মধ্যে বেশিরভাগই অবশ্য তেমন প্রচারে আসেননি। কিন্তু ফোর্বস ঠিকই তাদের খুঁজে বের করেছে:

ভারতীয় বংশোদ্ভুত ১৭ বছর বয়সী পারাম জাগ্গি। শৈবাল দিয়ে এমন একটি সংশ্লেষণ কৌশল উদ্ভাবন করেছেন যা গাড়ির টেইল পাইপে যুক্ত করা যায়। এই যন্ত্র গাড়ির জ্বালানি থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সইড থেকে অক্সিজেন তৈরি করবে।

ডেমাস্কান ফরচুনের প্রধান নির্বাহী বিবেক নাইর (২৩), শিল্পকারখানা থেকে নির্গত কার্বন কার্বন ন্যাটো টিউবে রুপান্তরের প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

বিকাশ মহীন্দ্র (২৫) মাত্র তিন বছরে ৩ কোটি ৮০ লাখ ডলার জমিয়েছেন। এর মধ্যে আবার ৫০ ডলারের একটি অবসরকালীন তহবিলও রয়েছে তার।

সিটিগ্রুপের ইউরোপীয়ান ইক্যুইটি ডরিভ্যাটিভস সেলসের কো-হেড মানবীর নিঝর (২৮)।

গোল্ডম্যান সেকসের ব্যবস্থাপনা পরিচালক কুনাল শাহ (২৯)।

রাজ কৃষ্ণ (২৯), রক্ত পরীক্ষার এমন একটি কৌশল উদ্ভাবন করেছেন যার মাধ্যমে কোনও রোগী রক্তের ক্যান্সারে আক্রান্ত কি না তা সনাক্ত করা যাবে।

সিধান্ত গুপ্ত (২৭) এমন নতুন ধরনের সেন্সর এবং সফওয়্যার তৈরি করেছেন যা বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ, তাপ এবং গ্যাস অপচয় রোধ করতে পারবে।

মাশরুম উৎপাদন এবং বিপণনের সঙ্গে জড়িত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘গ্রো ইয়োর অন মাশরুম’ এর সহ-প্রতিষ্ঠাতা নিখিল অরোরা (২৪)।

মানিত আহুজা (২৭), তিনি সিএনবিসির প্রযোজক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ। ১৭ বছর বয়স থেকে তিনি ওয়াল স্ট্রিটে কাজ করছেন।

এই তরুণদের নির্বাচনের ব্যাপারে ফোর্বসের সম্পাদক ক্যারোলিন হাওয়ার্ড বলেন, ‘আমরা পেশাদারদের জানাতে চাই, এরা হলো সেই সব মানুষ যাদের আপনাদের প্রয়োজন হবে। ’

সেরা সম্ভাবনাময় তরুণ নির্বাচনের প্রকল্পটি ফোর্বস শুরু করে গত অক্টোবরের শেষের দিকে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।