নয়াদিল্লি: বাংলাদেশে কোর্স করতে আসা এক ভারতীয় সেনা কর্মকর্তাকে আইএসআই ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে বুধবার এই খবর প্রকাশ করা হয়েছে।
এনটিভিতে বলা হচ্ছে, চিরশত্রু পাকিস্তান-ভারতের সাম্প্রতিক সম্পর্কে ইদানীং কিছুটা ইতিবাচক পদক্ষেপ চোখে পড়ছে। উভয় দেশের কর্মকর্তারা নিজেদের অনাস্থা ও অবিশ্বাস কমনোর প্রয়াসে একাধিক বৈঠকও করেছেন। কিন্তু দুই দেশের গোয়েন্দা সংস্থা একে অপরের পেছনে লেগেই আছে।
এর সর্বসাম্প্রতিক উদাহরণ, এক সামরিক কর্মকর্তাকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র ‘মধুর ফাঁদ’ নিয়ে তোলপাড় চলছে।
গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, এই কর্মকর্তা বাংলাদেশের মিলিটারি একাডেমিতে একটি কোর্স করার জন্য এসেছিলেন। এখানে অবস্থানকালে গত সেপ্টেম্বর তিনি একটি পার্টিতে যোগ দেন। সেখানে এক নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়।
এর পরে কোনও একদিন আইএসআইয়ের মুখোমুখি হন তিনি। তারা তাকে ওই নারীর সঙ্গের সময়টুকুর ভিডিও দেখায়। পরে আইএসআই দাবি করতে থাকে এই কর্মকর্তা তাদের গুপ্তচর।
লেফটেন্যান্ট কর্নেল পদধারী ওই কর্মকর্তা অবশ্য পরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে তার বিপাকে পড়ার ঘটনা ব্যাখ্যা করেছেন। এর পর তাকে দিল্লি ফিরিয়ে আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে।
কোনও ভারতীয় সামরিক কর্মকর্তার এমন ফাঁদে পড়ার ঘটনা এর আগেও একবার ঘটেছে। রাশিয়াতে নিযুক্ত ভারতীয় নেভির কমোডর সুখজিন্দর সিংকে জড়িয়ে এমন ঘটনা ঘটেছিল।
বিশেষ কিছু ছবি প্রকাশ পেলে রুশ গোয়েন্দাদের সঙ্গে সিংয়ের কথিত সম্পর্কের বিষয় জানাজানি হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১