ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার বন্দরে ফকল্যান্ডের জাহাজ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ডিসেম্বর ২১, ২০১১
দক্ষিণ আমেরিকার বন্দরে ফকল্যান্ডের জাহাজ নিষিদ্ধ

মোন্তেভিদিও, উরুগুয়ে: দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য মোর্চা ফকল্যান্ডসের পতাকাবাহী কোনও জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দেবে না।

ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে সমন্বয়ে গঠিত বাণিজ্য ব্লক ‘মারকোসার’ এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি উরুগুয়ের রাজধানী মোন্তেভিদিওতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়।

খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্ত ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ শাসনকারী ব্রিটেনের কূটনৈতিক মাথা ব্যথার কারণ হবে।

এই সিদ্ধান্তের ব্যাপারে উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকা বলেন, দক্ষিণ আমেরিকার প্রতিবেশীদের মধ্যে ঐক্যই তার দেশের বৈদেশিক নীতির প্রধান বিষয়।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তের জন্য এটা মেনে নেওয়ার মানে হলো, আমাদের আমেরিকায় এই অংশটি ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত। ’

তবে ব্রিটেনের বেসামরিক জাহাজ যেগুলো সরবরাহকাজে ব্যবহৃত হয় সেগুলো বন্দরে ভিড়তে পারবে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হেক্তর তিমারমান সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার দেশ ফকল্যান্ডের মালিকানা দাবি করে।

আর্জেন্টিনার এই দাবির সঙ্গে একান্ততা প্রকাশে মারকোসার এর আগেও বহুবার কথা বলেছে। সর্বশেষ তারা এই সিদ্ধান্ত নিল। এরা ফকল্যান্ডকে বলে ‘লাস মালভিনাস’।

এর প্রতিক্রিয়ায় ফকল্যান্ডের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোজার স্পিংক বলেছেন, তারা একেবারে ছোট একটি কমিউনিটি। তারা ক্রমাগত অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কায় আছেন।

এর আগে গত সপ্তাহে উরুগুয়ে ঘোষণা দেয়, তারা ফকল্যান্ডের পতাকাবাহী কোনও জাহাজ তাদের বন্দর থেকে ছেড়ে যেতে দেবে না। এর পরই লন্ডনে উরুগুয়ের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।