ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উরুগুয়ের হোটেলে আর্জেন্টিনার মন্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, ডিসেম্বর ২১, ২০১১
উরুগুয়ের হোটেলে আর্জেন্টিনার মন্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোন্তিভিদিও: উরুগুয়ের রাজধানী মোন্তিভিদিও’র একটি হোটেল কক্ষ থেকে আর্জেন্টিনার সহকারী বাণিজ্যমন্ত্রী ইভান হেইনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উরুগুয়ের রাজধানী মোন্তিভিদিওতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্যিট জোট মেরকোসার’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এই ঘটনা ঘটল।



আর্জেন্টিনার প্রতিশ্রুতিশীল উদীয়মান এই রাজনৈতিক নেতা মাত্র দশ দিন আগে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মন্ত্রী ইভান হেইনের নিজের হোটেল কক্ষে মৃত্যুর ঘটনা তদন্ত করছে উরুগুয়ের পুলিশ।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র হোসে লুইস রনদান মৃত্যুর ঘটনা ব্যাখ্যা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ৩৩ বছর বয়সী মন্ত্রী ইভান হেইনের মৃতদেহ মোন্তিভিদিওর র‌্যাডিসন হোটেলে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দৃশ্যত গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

তবে এর আগে উরুগুয়ে সরকারের একজন কর্মকর্তা হেইনের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেন।

এদিকে হেইনের মৃত্যুর ঘটনা তদন্তকারী উরুগুয়ের একজন বিচারক স্থানীয় গণমাধ্যমকে জানান, তার মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট।

বাংলাদেশ সময়:১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।