ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উ. কোরিয়ার নতুন নেতার পাশে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, ডিসেম্বর ২১, ২০১১
উ. কোরিয়ার নতুন নেতার পাশে চীন

বেইজিং: উত্তর কোরিয়ার সদ্য প্রয়াত নেতা কিম জং ইলের উত্তরসূরী তার ছেলে কিম জং উন গত মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাজধানী পিয়ংইয়ংয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন।

এদিকে নেতার মৃত্যুতে উত্তর কোরিয়াজুড়ে যখন শোকের মাতম চলছে, তখন কিম জং উনকে সে দেশের পরবর্তী নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে চীন।



একই সঙ্গে সরাসরি কূটনৈতিক সমর্থন দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। চীন রাশিয়া এবং জাপানের উদ্দেশে বলেছে, কোরীয় উপদ্বীপে শান্তি এবং স্থিতিশীলতার সঙ্গে এই অঞ্চলের সবার স্বার্থ জড়িত।

উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি তার রুশ এবং জাপানি প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। কিমের মৃত্যুতে এই উপদ্বীপে ক্ষমতার ভারসাম্য ভেঙে পড়ার আন্তর্জাতিক উদ্বেগ নিয়ে তারা আলোচনা  করেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘কোরীয় উপদ্বীপটিতে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করা সব পক্ষের স্বার্থেই জরুরি। আর এ বিষয়টি নিয়ে চীন জাপানের সঙ্গে মিলে কাজ করতে প্রস্তুত রয়েছে। ’

সিনহুয়া আরো জানিয়েছে, উত্তর কোরিয়ার বিষয়টি নিয়ে ইয়াং একই ধরনের বার্তা নিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সাং-হুয়ান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের তীব্র আপত্তির মুখে উত্তর কোরিয়া কূটনৈতিক জটিলতার মধ্যে থাকলেও চীন তাদের সবচে বড় অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।