ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে নতুন করে গোষ্ঠীগত সহিংসতা শুরুর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। এই পরিস্থিতি এড়াতে ইরাকি নেতাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া ইরাকের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেছেন জো বাইডেন।
জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে সুন্নি সম্প্রদায়ভুক্ত ইরাকি ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশিমির বিরুদ্ধে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রেপ্তারি পরওয়ানার প্রতিক্রিয়ায় বাইডেন এই আহ্বান জানালেন।
এদিকে বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এবং পার্লামেন্টের স্পিকার ওসামা আল নুজায়ফির সঙ্গে ইরাকের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাদাভাবে আলোচনা করেছেন। আলোচনায় ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের স্থায়ীত্ব এবং নিশ্চয়তার ওপর জোর দিয়েছেন তিনি।
এদিকে এই বিতর্কিত গ্রেপ্তারি পরওয়ানা জারির ঘটনায় ইরাকের ভঙ্গুর জাতীয় ঐক্যজোটের সরকার পতনের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ দিন পরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে।
মার্কিন সেনা উপস্থিতির সময়ই গত ২০০৬ এবং ২০০৭ সালে ইরাকে শিয়া-সুন্নি প্রতিশোধমূলক সহিংসতায় কয়েক হাজার মানুষ নিহত হয়।
তারিক আল হাশিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ইরাকের সুন্নি রাজনৈতিক দলগুলোর জোট আল ইরাকিয়া ঐক্যবদ্ধভাবে পার্লামেন্ট এবং মন্ত্রিসভার সব বৈঠক বর্জন করার ঘোষণা দিয়েছে।
এদিকে ইরাকের সুন্নি উপ-প্রধানমন্ত্রী সালেহ আল মুতলাক বলেছেন, ইরাক বর্তমানে বিশৃংখলা এবং বিপর্যয়ের মুখোমুখি।
গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশিমি বলেছেন, তিনি কোনও ভুল করেননি।
তিনি বর্তমানে ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্বশাসিত এলাকা উত্তর কুর্দিস্তানে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১