ম্যানিলা: চলতি সপ্তাহে ফিলিপাইনের দক্ষিণ অঞলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ওয়াসির আঘাতে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বুধবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান বেনিতো রামোস বলেন, ঝড়ের কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার দুই জনে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনো অ্যাকুইনো মিন্দানায়ো দ্বীপ পরিদর্শন করার একদিন পরই এই তথ্য পাওয়া গেল।
স্থানীয়ভাবে সিনডং নামে পরিচিত এই ঝড়ে বহু লোক গৃহহীন হয়ে পড়েছে। ত্রাণ সহায়তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
রেড ক্রস বলছে, ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে শত শত লোক ভেসে গেছে যা হিসেবের বাইরে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরনগরী ইলিগান ও কাগায়ান ডি অরো।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১