ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সেনেগালে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ডিসেম্বর ২১, ২০১১
সেনেগালে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১২

ডাকার: আফ্রিকার পশ্চিম উপকূলীয় রাষ্ট্র সেনেগালের একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৫ সরকারি সেনাসহ কমপক্ষে ১২ জন লোক নিহত হয়েছে।

জাম্বিয়ান সীমান্তের নিকটবর্তী সেনেগালের দক্ষিণ কাসামান্স অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে মঙ্গলবার সকালের দিকে বিদ্রোহীরা  হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সামরিক বাহিনী।



এছাড়া হামলা পরবর্তী সংঘর্ষে ৫ জন সন্দেহভাজন বিদ্রোহী এবং ২ জন বেসামরিক লোক নিহত হয় বলেও জানায় তারা।

কাসামান্সের আঞ্চলিক রাজধানী জিগিনচর থেকে ৩০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত দাইগুন জেলার একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহী হামলার ঘটনায় প্রথমে এক জন সেনা নিহত হয়।

এর পর ঘটনাস্থলের দিকে অগ্রসরমান একটি সামরিক যান দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই ১ সেনা কর্মকর্তাসহ আরও ৪ সেনা নিহত হয়।  

দুর্ঘটনাকবলিত সামরিক যানটি পরে একটি বসতবাড়ির উপর আছড়ে পড়লে সেখানে অবস্থানকারী ২ জন বেসামরিক লোকও নিহত হয় বলে জানায় সেনাবাহিনী।

তবে অসমর্থিত খবরে দাবি করা হয়েছে, হামলার ঘটনায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছে।

ঘটনার পরবর্তী পরিস্থিতি বর্ণনা করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, দীর্ঘ দিন শান্ত থাকার পর সেনেগালে সংঘটিত এ বিদ্রোহী তৎপরতায় দেশটির জনগণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সেনেগালের কাসামান্স এলাকায় তৎপর কাসামান্স মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্স (এমএফডিসি) নামের বিদ্রোহী গ্রুপটি  সেনেগালের অধীনতা থেকে কাসামান্স অঞ্চলের স্বাধীনতার জন্য ১৯৮২ সালে সশস্ত্র লড়াই শুরু করে।

তবে বিদ্রোহীদের বৃহৎ অংশের সঙ্গে সেনেগাল সরকারের ২০০৪ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তির পর এ এলাকায় ইদানিং বিদ্রোহী তৎপরতার পরিমাণ কমে আসে।

এক সময়ের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কাসামান্স অঞ্চলটির বেশির ভাগই সেনেগালের মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন। কারণ এর মাঝে রয়েছে প্রতিবেশী জাম্বিয়ার ভূ-খণ্ড।

বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত কাসামান্সের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী খ্রিস্টান হলেও সেনেগালের উত্তরাঞ্চলীয় মূল ভুখণ্ডের অধিকাংশ অধিবাসীই মুসলমান।

দুই সপ্তাহ আগেই এ এলাকা থেকে পাঁচ সেনাকে অপহরণ করে সন্দেহভাজন বিদ্রোহীরা।

ধারণা করা হচ্ছে, সেনেগালের ২০১২ সালের সাধারণ নির্বাচনের সঙ্গে সাম্প্রতিক সহিংসতার যোগসুত্র আছে।

বাংলাদেশ সময়:১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।