কাবুল : আফগানিস্তানের গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে ন্যাটো নেতৃত্বাধীন জোটের ৫ সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের তালেবান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বুধবার ন্যাটো সেনাদের গাড়িবহর লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৫ পোলিশ সেনা নিহত হয় বলে জানায় পোল্যান্ডের সংবাদ মাধ্যম।
পোল্যান্ডের সংবাদ মাধ্যম জানায় নিহত সেনারা গজনি প্রদেশে অবস্থিত তাদের ঘাঁটির অল্প দূরত্বে বোমা হামলার সম্মুখীন হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৩ সেনা নিহত হয় এছাড়া আহত অপর ২ সেনা হাসপাতালে মারা যায় বলে জানায় তারা।
আফগানিস্তানে পোল্যান্ডের প্রায় ২৫০০ সেনা মোতায়েন আছে। তাদের বেশিরভাগই সংঘাতপীড়িত গজনি প্রদেশে ‘নিরাপত্তা এবং পুনর্গঠন’ কাজে নিয়োজিত বলে জানায় সংবাদ মাধ্যম।
গজনির রওজা অঞ্চলে ন্যাটো সামরিক বহর লক্ষ্য করে সংঘটিত এ হামলার এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, বোমা বিস্ফোরণে একটি ‘এম-এটিভি’ সামরিক যান পুরোপুরি ধ্বংস হয়। হামলার শিকার সামরিক বহরটিতে প্রায় ৩০টি সামরিক যান ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
আফগানিস্তানে বিদেশি সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া তালেবান বিদ্রোহীরা এ হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে।
আফগানিস্তানে এ যাবৎ প্রায় ৩৬ পোলিশ সেনা নিহত হয়েছে। তবে ২০০২ সালে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তান প্রবেশের পর বুধবারের এ হামলায়, কোনো পৃথক ঘটনায় সর্বোচ্চ পরিমাণ পোলিশ সেনা নিহত হল।
তালেবানবিরোধী অভিযানে আফগানিস্তানে চলতি বছর এখন পর্যন্ত ৫৩২ জন ন্যাটো নেতৃত্বাধীন সেনা নিহত হয়েছে।
বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১