ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রুয়ান্ডার গণহত্যার মূল হোতাদের যাবজ্জীবন সাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, ডিসেম্বর ২১, ২০১১
রুয়ান্ডার গণহত্যার মূল হোতাদের যাবজ্জীবন সাজা

দার এস সালাম : জাতিসংঘ পরিচালিত একটি যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল রুয়ান্ডার গণহত্যার জন্য দায়ী ২ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। দণ্ডপ্রাপ্ত এই ২ ব্যক্তিকে ১৯৯৪ সালে রুয়ান্ডায় গৃহযুদ্ধে সংঘটিত ব্যাপক গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে  দায়ী করা হয় ।


 
ম্যাথিউ এনজিরাম্পসে এবং এডুয়ার্ড কারেমেরা নামের দ-প্রাপ্ত এই দুই ব্যক্তি রুয়ান্ডার সাবেক ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতা বলে জানায় সংবাদ মাধ্যম।

রুয়ান্ডায় সংঘটিত ব্যাপক গণহত্যার বিচারের জন্য জাতিসংঘ একটি আন্তর্জাতিক যুদ্ধপরাধ আদালত গঠন করে।  
রুয়ান্ডার প্রতিবেশী রাষ্ট্র তাঞ্জানিয়ার আরুশা শহরে স্থাপিত এই আদালত ১৯৯৫ সালে রুয়ান্ডার গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করার জন্য গঠিত হয়।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুন্যাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) নামে পরিচিত এই আদালতের বিচারে এনজিরাম্পসে এবং কারেমেরাকে গণহত্যার মূল পরিকল্পনাকারী হসেবে দোষী সাব্যস্ত হয়।
 
১৯৯৪ সালে রুয়ান্ডার গৃহযুদ্ধে জাতিগত নিধন অভিযান চালানো হয়। পৃথিবীর আধুনিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক এই গণহত্যায় দেশটিতে মাত্র ১০০ দিনের ভেতরে প্রায় ৮ লাখ জাতিগত তুতসি এবং হুতু সম্প্রদায়ভুক্ত নরনারী নিহত হয়।

এনগিরাম্পসে এবং কারেমেরার যৌথ উদ্যোগে রুয়ান্ডায় জাতিগত তুতসি নিধন বাস্তবায়ন হয় বলে  রায় প্রদান করার সময় মন্তব্য করে আইসিটিআর এর বিচারকরা। বিচারক প্যানেলের সদস্যরা সর্বসম্মতভাবে তাদেরকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করেন বলে জানায় সংবাদ মাধ্যম।

এনগিরাম্পসে  গৃহযুদ্ধের সময় রুয়ান্ডার ক্ষমতাসীন ন্যাশনাল রেভ্যুলুশনারি মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট সংক্ষেপে     (এনআরএমডি) পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কারেমেরা ছিলেন তার প্রধান সহকারী।

এনগিরাম্পসে রাজধানী কিগালির এক হোটেলে ১৯৯৪ সালের এপ্রিল মাসে রুয়ান্ডার তৎকালীন হুতু মিলিশিয়া গ্রুপ ইনতেরাহামেইকে অস্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশে সরবরাহ করা অস্ত্রই রুয়ান্ডার তুতসী জাতিগোষ্ঠীর জনগণকে হত্যা করার কাজে ব্যবহৃত হয়, তাই গণহত্যার নৈতিক দায় দায়িত্ব তাদের ওপরই বর্তায় বলে বিচারক প্যানেলের তিন সদস্য রায় দেওয়ার সময় বলেন জানায় একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

বাংলাদেশ সময় : ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।