ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে সিরিজ বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, ডিসেম্বর ২২, ২০১১
ইরাকে সিরিজ বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৬৩

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ বোমা বিস্ফোরেণ অন্তত ৬৩ জন মানুষ নিহত হয়েছে। এছাড়াও বোমা হামলায় কমপক্ষে ১৮৫ জন মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এই হামলা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র জিয়াদ তারিক একটি ‍আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ‘বোমা হামলায় মৃতের সংখ্যা ৫৭ জন। মোট দশটি বোমা হামলায় অন্তত ১৭৬ জন আহত হয়েছেন। ’

তবে অন্য এক সূত্র মতে জানা যায়, বোমা হামলায় নিহত হয়েছেন ৬৩ জন এবং আহত হয়েছেন ১৮৫জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ হালোইয়ের আল-আলিম এবং কারদা শহরের মোট তেরটি স্থানে এই বোমা হামলা হয়েছে।

এই বোমা হামলার পেছনে কে বা কারা দায়ি তা এখনও জানা সম্ভব হয়নি। এমনকি কোনো পক্ষও এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে প্রথমিকভাবে এই হামলার জন্য আল-কায়েদাকেই দায়ি করা হচ্ছে।

আল-আমিলে প্রথমে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছালে আরও বোমা বিস্ফোরণ হয়।

কারদার একজন স্কুল শিক্ষক রাঘাদ খালিদ বলেন, ‘আমাদের স্কুলের জানালার সব কাঁচ ভেঙে গেছে। স্কুলের শিশুরা প্রচন্ড ভয় পেয়েছে। ভবনটির ঠিক বাইরেই একটি গাড়ি বিস্ফোরিত হয়। গাড়ির কিছু অংশ ভবনটির মধ্যেও এসে পড়ে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।