দামেস্ক: সিরিয়ার যাওয়ার জন্য প্রস্তুত আরব লীগের পর্যবেক্ষক টিম। সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক হতাহতের ঘটনা তদন্তেই এই টিম সিরিয়া যাচ্ছে বলে জানা যায়।
এদিকে জাতিসংঘ জানায়, ‘সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত পাঁচ হাজার বেসামরিক মানুষ মারা গিয়েছে। মার্চ মাস থেকে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে ওঠে।
তবে আসাদ সরকার সিরিয়ার সহিংসতার জন্য স্বশস্ত্র গ্রুপকে দায়ি করছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকার সিরিয়ার অবস্থানরত সকল মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে। এমনকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়াতেও যেতে পারবে না কোনো মার্কিন নাগরিক।
আরব লীগ সিরিয়ার আসাদ সরকারের প্রতি সেদেশের সাধারণ জনগণের প্রতি হত্যা, নিপীড়ন বন্ধের আহবান জানায়। এর প্রেক্ষিতে আরবলীগ সিরিয়ার উপর সম্প্রতি অবরোধ জারি করে। অবরোধ পরবর্তীতেই সিরিয়াতে আরব লীগ দলের সফর করার কথা থাকলেই আসাদ সরকারের অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেন, ‘আরব লীগের প্রতিনিধি দলকে স্বাধীনভাবেই কাজ করতে দেওয়া হবে সিরিয়াতে। তারা তাদের ইচ্ছেমাফিক যেকোনো জায়গায় যেতে পারবে। ’
তবে আরব লীগ দলের এই সফরকে একটা কূটচাল বলে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১