ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কঙ্গোয় পুলিশের হাতে নিহত ২৪ বেসামরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ডিসেম্বর ২২, ২০১১
কঙ্গোয় পুলিশের হাতে নিহত ২৪ বেসামরিক

কাসাই: কঙ্গোতে গতমাসের নির্বাচন পরবর্তীতে পুলিশের হাতে ২৪ বেসামরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ এতথ্য জানায়।


 
দেশটির নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা জিতলেও বিরোধী দলীয় নেতা এতিয়েন তাশিশেকেদিও নিজেকে জয়ী বলে ঘোষণা করেন।
 
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, বেশিরভাগ মৃত্যুই হয়েছে রাজধানী কিনশাশাতে। আর রাজধানীতেই এতিয়েনের শক্তিশালী রাজনৈতিক অবস্থান।
 
দেশটির নিরাপত্তা বাহিনী মৃত্যুর ঘটনা ধামাচাপা দিয়েছে এমন প্রমাণ তাদের কাছে আছে বলেও জানায় হিউম্যান রাইটস ওয়াচ।
 
এছাড়াও মৃতের পাশাপাশি কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ। জোসেফ কাবিলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
অফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞ ভ্যান ঔডেনবার্গ বলেন, ‘রক্তাক্ত এই কৌশলগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করবে। ক্ষমতায় থাকার জন্য এ ধরণের পন্থা নেওয়া হয়। ’

তবে এধরনের সকল অভিযোগ অস্বীকার করেছে জোসেফ কাবিলা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।