ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উ.কোরিয়ার নতুন জেনারেলের পেছনের শক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, ডিসেম্বর ২২, ২০১১
উ.কোরিয়ার নতুন জেনারেলের পেছনের শক্তি

সিউল: উত্তর কোরীয় নেতা কিম জং ইলের তৃতীয় সন্তান কিম জং উন হয়েচেন দেশটির নতুন জেনারেল। কিম জং ইলের যোগ্য উত্তরসূরী বলে মানা হচ্ছে তাকে।


 
২০১০ সালের সেপ্টেম্বর মাসে ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ সদস্য হিসেবে যোগ দেন তিনি। এছাড়াও তিনি পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
উত্তর কোরিয়ার মূল বার্তা সংস্থা কেসিএনএ মতে, ‘জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সদস্যদের লিস্টে কিম জং উনের নাম সবার আগে রয়েছে। ’

কিম জং উনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হলেন চ্যাং সং তায়েত। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, বাবার মৃত্যুর পর নিজের হাতে দেশ পরিচালনা করতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে এই নতুন জেনারেলকে। তবে এক্ষেত্রে তাকে সহায়তা করতে পারে তার পরামর্শদাতা চ্যাং।
 
কিন্তু ত্রিশ বছর বয়স না হওয়া কিম জং উনের পক্ষে এই অস্পৃশ্য রাষ্ট্র পরিচালনা করতে বেশ বেগ পেতে হবে। কারণ উপযুক্ত রাজনৈতিক পরিপক্কতা অর্জন করার আগেই তারে হাতে ক্ষমতা এসে পড়েছে।
 
আর এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা পরিবর্তনের এই ঘটনার অন্তরালেও আরও কিছু ঘটনা রয়ে গেছে। কারণ পার্টি, সেনাবাহিনী, সংসদ এবং তার পরিবারের অনেক উচ্চপদস্থ সদস্যই রয়েছে যারা ক্ষমতায় যেতে পারতেন।
 
কিম জং ইলের সময়ে চ্যাং তায়েত কিম উনের কাছাকাছি চলে ‍আসেন। বর্তমানে তিনি পার্টির পলিটব্যুরো মেম্বার এবং ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে, তিনি দেশের বৃহত্তম অর্থনৈতিক প্রকল্প পুনর্গঠনে কাজ করছিলেন।
 
কিম জং ইলের অসুস্থকালীন সময়ে চ্যাং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং চীনের বৈরি সম্পর্কের বিষয়গুলোও তিনি সফলভাবেই দেখভাল করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।