ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় ছাত্র হত্যাকারী অস্ট্রেলীয় তরুণের ১৩ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, ডিসেম্বর ২২, ২০১১
ভারতীয় ছাত্র হত্যাকারী অস্ট্রেলীয় তরুণের ১৩ বছর কারাদণ্ড

ক্যানবেরা: ভারতীয় ছাত্রকে ছুরকাঘাত করে হত্যার জন্য অভিযুক্ত এক অস্টেলীয় তরুণকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত।

গত বছর সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানপোড়েন সৃষ্টি হয়েছিল।



গত ২০১০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি পার্কে ভারতীয় ছাত্র নিতিন গার্গকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যা করে ১৭ বছর বয়সী এক অস্ট্রেলীয় তরুণ।

তবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ অভিযুক্তের নাম গণমাধ্যমে প্রকাশ করেনি।

ওই সময় অস্টেলিয়ার অভিবাসী ভারতীয় নাগরিকদের ওপর চালানো বর্ণবাদী আক্রমণ এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতজুড়ে ক্রোধের সৃষ্টি হয়। অনেক ভারতীয় এই সব ঘটনাকে বর্ণবাদী আচরণ হিসেবে অভিহিত করে।

ভারতীয় অভিবাসীদের উদ্দেশ্য করে নেতিবাচক আচরণের ঘটনা প্রকাশিত হলে অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থী গমনের হারও সে সময় অনেক কমে আসে।

হিসাববিজ্ঞানের ছাত্র নিতিন গার্গ মেলবোর্নের একটি পার্ক দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় হামলার শিকার হন। এসময় তার শরীরে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়।

পরে এই ঘটনায় এক অস্ট্রেলীয় টিনএজারকে আটক করে পুলিশ।   মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই সে এই হামলা করে বলে পুলিশ জানায়। নিতিন গার্গের মোবাইল ফোনটি সে ছিনিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার সময় হত্যাকাণ্ডের উদ্দেশ্য হিসেবে বর্ণবাদকে নাকচ করে আদালতের বিচারক পল কোহলান এ ঘটনাকে সযোগসন্ধানী এবং অস্ট্রেলিয়ায় সংঘটিত নিয়মিত অপরাধের অংশ হিসেবে অভিহিত করেছেন।

অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের ওপর বিভিন্ন সময় আক্রমণের ঘটনা ঘটে। নিতিন গার্গের হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা বলে মনে করছেন ভারতীয়রা।

এই সব ঘটনার প্রতিবাদে মেলবোর্ন এবং সিডনিতে ২০০৯ সালে বিক্ষোভ দেখান স্থানীয় ভারতীয়রা। এছাড়া ভারত সরকারের পক্ষ থেকেও সে সময় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।