নিউইয়র্ক: এশীয় কোম্পানি থেকে শেয়ার কমানোর খবরে নাসডাক শেয়ার বাজারে ইয়াহুর শেয়ারের দাম বেড়েছে। গত বুধবার ইয়াহুর শেয়ারের দাম ৬ শতাংশ বেড়েছিল বলে জানা গেছে।
চীনের আলিবাবা গ্রুপ এবং ইয়াহু জাপান থেকে ইয়াহুর শেয়ারের অংশীদারিত্ব কমানোর খবরে বাজার চাঙ্গা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে নিউইর্য়ক টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ইয়াহু আলিবাবা থেকে তার অংশীদ্বারিত্ব ৪৩ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার সিদ্বান্ত নিয়েছে।
ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত এশিয়ায় তাদের এক হাজার ৭শ কোটি ডলারের একটি পদক্ষেপ হবে।
উল্লেখ্য, ২০০৫ সালে আলিবাবা গ্রুপের কাছ থেকে একশ কোটি ডলারে শেয়ার কিনেছিল ইয়াহু।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১