ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষতি পুষিয়ে নিতে উৎপাদন বাড়াবে টয়োটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ডিসেম্বর ২২, ২০১১
ক্ষতি পুষিয়ে নিতে উৎপাদন বাড়াবে টয়োটা

টোকিও: চলতি বছর জাপানে ভূমিকম্প-সুনামি এবং থাইল্যান্ডে ভয়াবহ বন্যার কারণে টয়োটা বেশ লোকসান গুনেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছর উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।



বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা জাপানি কোম্পানি টয়োটা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১২ সালে তারা উৎপাদন ২০ শতাংশ বাড়াবে। সেই হিসাবে তারা ২০১২ সালে ৮৪ লাখ ৮ হাজার গাড়ি তৈরি করবে এবং বছরের এক প্রান্তিকে বিক্রি বাড়াবে ৮৬ লাখ ৫ হাজার ডলার।

এ বছর উৎপাদন এবং পরিবহন সমস্যার কারণে বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মার্কিন জেনারেল মটরসের কাছে সুনাম হারায় টয়োটা।

২০১২ সালের প্রথম প্রান্তিকের জন্য টয়োটা ১৮ হাজার কোটি ইয়েন নিট মুনাফা ধার্য করেছে যা গত আগস্টে ধরা হয়েছিল ৩৯ হাজার কোটি ইয়েন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।