ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তথ্য চুরির দায়ে যুক্তরাষ্ট্রে চীনা বিজ্ঞানীর জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ডিসেম্বর ২২, ২০১১
তথ্য চুরির দায়ে যুক্তরাষ্ট্রে চীনা বিজ্ঞানীর জেল

ওয়াশিংটন: ব্যবসায়ীক গোপন তথ্য চুরির দায়ে এক চীনা বিজ্ঞানীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

অভিযুক্ত বিজ্ঞানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় ব্যবসায়ীক গোপন তথ্য চুরি করে বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়েছে।



হুয়াং কেজুই নামের এই বিজ্ঞানী গত অক্টোবর আদালতে স্বীকার করেন, দুটি মার্কিন প্রতিষ্ঠান থেকে নতুন উদ্ভাবিত কীটনাশক এবং খাদ্যপণ্যের গোপন তথ্য চুরি করে চীন এবং জার্মানিতে পাচার করেছেন তিনি।

হুয়াং এর আগে ২৫ বছরের সাজার সম্মুখীন হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ডাউ এগ্রোসায়েন্স এবং কারগিল ইঙ্ক কোম্পানিতে কাজের সময় হুয়াংয়ের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ওঠে। তিনি ডাউ এগ্রোসায়েন্সে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।

আদালতে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী,  হুয়াং কারগিল কোম্পানি থেকে প্রায় এক কোটি ২০ লাখ ডলার মূল্যমানের তথ্য চুরি করেছেন। ডাউ এগ্রোসায়েন্স অর্থের পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ডলারের ওপর হবে বলে দাবি করেছে।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়,  যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে গোপন তথ্য চীনসহ অন্যান্য দেশে পাচারের ধারাবাহিক ঘটনার এটি সর্বশেষ উদাহরণ। এসব কাজের জন্য বেশিরভাগই সময়ই চীনা বংশোদ্ভূত কর্মকর্তা-বিজ্ঞানীদের দায়ী করা হয়।

অভিযুক্ত বিজ্ঞানী হুয়াং চীনে জন্ম নিলেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে তার।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসম্বের ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।