ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তার বিরুদ্ধে ৪৫৫টি দুর্নীতির অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, ডিসেম্বর ২২, ২০১১
তার বিরুদ্ধে ৪৫৫টি দুর্নীতির অভিযোগ!

সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরের নাম ডুবিয়েছেন তিনি। বিশ্বে সবচে কম দূর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এ দেশটি একেবারে প্রথম কাতারে।



তিনি একজন সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে ৪৫৫টি জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারের সঙ্গে ৬ লাখ সিঙ্গাপুরি ডলারের প্রতারণা করেছেন তিনি।

৩৫ বছর বয়সী লিউ চি মেং সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক দাপ্তরিক কর্মকর্তা। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে দপ্তরের নথিপত্র জাল করে নিজের নামে বিভিন্ন উপহার রসিদ খরিদ করেছিলেন তিনি।

এই অভিযোগে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্ট্রেইট টাইম পত্রিকা।

মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তার কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার সিঙ্গাপুরি ডলার মূল্যমানের পণ্য উদ্ধারের পর এ ব্যাপারে তদন্ত শুরু হয়।

সততার জন্য সিঙ্গাপুরের সুনাম বিশ্বব্যাপী। এই ধরনের ঘটনা দেশটিতে বিরল।

বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সিঙ্গাপুর পঞ্চম।

সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের প্রচুর বেতন-ভাতা দেওয়া হয় যা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এক অভ্যন্তরীণ নীরিক্ষার প্রতিবেদন প্রকাশের পর লিউ’র ঘটনাটি এ বছরের জানুয়ারিতে আলোচনায় আসে। ১৯৯৫ সালের পর সরকারি খাতে এতো বড় দুর্নীতি আর হয়নি।

ওই ঘটনার সঙ্গে দু’জন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা জড়িত থাকার খবর সংবাদ মাধ্যম এবং জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরা বিলাসবহুল গাড়ি কিনেছিলেন।

কহ সিহ উই সিঙ্গাপুর ভূমি কর্তৃপক্ষের তথ্য ও প্রযুক্তি বিভাগের সাবেক উপ-পরিচালক। তিনি এক কোটি ২০ লাখ সিঙ্গাপুরি ডলার সরকারি অর্থের দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন।

এই অপরাধে গত মাসে তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার অধিনস্থ লিম চাই মেংকে দেওয়া হয়েছে ১৫ বছরের কারাদণ্ড।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।