বাগদাদ: ইরাকে বোমা হামলার জন্য প্রধানমন্ত্রী নুরি মালিকিকে দুষলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমি।
বৃহস্পতিবার রাজধানী বাগদাদে সিরিজ বোমা বিস্ফোরণে অন্তত ৬৮ জন মানুষ মারা যায় এবং দুই শতাধিক মানুষ আহত হয়।
এই বোমা হামলার জন্য কারা দায়ি তা এখন পর্যন্ত জানা যায়নি।
সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ আছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমির বিরুদ্ধে কয়েকদিন আগেই গ্রেপ্তারি পরোয়াণা জারি হয়। তিনি বলেন, ‘মালিকি দেশের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন না। তার সব নজর দেশপ্রেমিক রাজনীতিবিদদের উপর। ’
এই বোমা বিস্ফোরণের ফলে ইরাকে জাতিগত দাঙ্গার আশঙ্কা করছেন অনেকেই। কারণ মালিকি হলেন সংখ্যাগরিষ্ঠ সিয়া আরব গ্রুপের প্রতিনিধি। অন্যদিকে হাশেমি সুন্নি রাজনীতিবিদদের প্রতিনিধি।
হাশেমি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের উচিত মালিকিকে দোষ দেওয়া। তিনিই জাতীয় সমস্যার সৃষ্টি করেছেন এবং এই সমস্যা এতো সহজে নিয়ন্ত্রন করার নয়। ইরাকের জনগণের উদ্বিগ্ন হওয়ার অধিকার আছে। ’
তিনি আরও বলেন, ‘সরকার সন্ত্রাসী ধরার চেয়ে দেশপ্রেমিক রাজনীতিবিদ ধরতে ব্যস্ত বেশি। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে কেউ। ’
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১