মুম্বাই: মহারাষ্ট্রের আজাদ ময়দানে প্রতিবাদ সভা করার অনুমতি পেলেন না আন্না হাজারে। রাজ্য সরকারের খেলাধুলা বিভাগ এই অনুমতি দেয়নি।
মুম্বাই পুলিশ চেয়েছিল, আন্না হাজারে যেন আজাদ ময়দানে প্রতিবাদ সভা করতে পারে। কিন্তু ওই মাঠের নিয়ন্ত্রন হলো রাজ্যের খেলাধুলা বিভাগের হাতে।
মুম্বাই পুলিশ আশা করছে, আন্নার সঙ্গে প্রায় ত্রিশ হাজার মানুষ জড়ো হতে পারে। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আজাদ ময়দানের বাইরে আন্না হাজারেকে জায়গা না দেওয়ার জন্য জানায়। কারণ হিসেবে পুলিশ জানায়, আন্নার প্রতিবাদ যদি রাস্তায় নেমে আসে তাহলে দক্ষিণ মুম্বাইয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এদিকে ৭৪ বছর বয়সী এই গান্ধীবাদী নেতা আন্না হাজারে শুক্রবার থেকে মুম্বাইয়ে তিন দিনের জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে অংশ নিতে আগ্রহীদের মধ্যে চলছে নিবন্ধন প্রক্রিয়া। আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে এই আন্দোলন। মুম্বাইয়ের এমএমআরডিএ মাঠে এই আন্দোলন অনুষ্ঠিত করার জন্য আন্না হাজারেকে দিনপ্রতি গুনতে হবে তিন লাখ সাতাত্তর হাজার রুপি।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১