ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী সিরিজ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ডিসেম্বর ২৩, ২০১১
নিউজিল্যান্ডে শক্তিশালী সিরিজ ভূমিকম্প

ক্রিস্টচার্চ: নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরে শক্তিশালী সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার পাঁচ দশমিক আট মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।


 
ক্রিস্টচার্চ পুলিশ কর্তৃপক্ষ জানায়, ‘ভূমিকম্পে ক্রিস্টচার্চ শহরের ক্ষয়ক্ষতির তেমন বর্ননা পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে অতিসত্ত্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য চারজন আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে শহরের উদ্ধারকারী দল। ’

গত ফেব্রুয়ারি মাসে আরও একটি শক্তিশালী ভূকম্পণ হয় নিউজিল্যান্ডে। ওই ভূমিকম্পে মোট ১৮২ জন মানুষ নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ‘শুক্রবার ক্রিস্টচার্চ শহর থেকে ১৬ মাইল উত্তরে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘান হানে। এর মিনিট দুই পরেই ৫.৩ মাত্রার আরও একটি ভূকম্পন হয়। এর একঘণ্টা পর ৫.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প কাপিয়ে দেয় পুরো শহরটিকেই। ’
 
তবে এ ঘটনায় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোনো সতর্কতা জারি করেনি।

ক্রিস্টচার্চ শহরের সেন্ট জন অ্যাম্বুলেন্স অপারেশন ম্যানেজার টনি ডওয়েল একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ভূমিকম্পে অন্তত ৬০ মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই হাত-পা ভেঙ্গে গেছে। এখন পর্যন্ত গুরুতর আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। ’

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।